অর্ডার করতে নিচের ফরমটি পূরণ করুন
কমন কিছু প্রশ্নের উত্তর
👉 প্রস্তুত প্রণালী সেরেলাক-১:
৬ মাস থেকে ১১ মাস বয়সী বাবুর জন্য পানি দিয়ে তৈরি করবেন।
👉 প্রস্তুত প্রণালী সেরেলাক-২:
একটি পাত্রে ২৫০ এম এল দুধ অথবা পানি নিবেন, সাথে ২/৩ চামচ হোমমেড সেরেলাক নিবেন।এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিবেন, এই মিশ্রণটি মিডিয়াম জালে ৬ – ৮ মিনিট জাল করার পাশাপাশি চামচ দিয়ে নাড়তে থাকুন। পরিমান মত তরল রেখে জাল বন্ধ করে দিন, মনে রাখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘনত্ব বৃদ্ধি পাবে, তারপর কুসুম গরম অবস্থায় আপনার সোনামণিকে পরিবেশন করুন।
ফ্রিজে বা রোদে শুকিয়ে অনেক দিন ভাল রাখা যায়।
নরমাল ভাবে রাখলে ৪৫ দিন থেকে ৬০ দিন পযন্ত ভালো থাকবে।
👉যে কোনো বাচ্চাকেই যে কোনো নতুন খাবার দেয়ার আগে এক বারে বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না। প্রথমবার একটু, পরে আর একটু এভাবে একটু একটু বাড়াবেন। এ বাড়ানোর প্রচেষ্টা ৭দিন ধরে করতে পারেন। বাচ্চার যদি কোনো খাবার খেয়ে সমস্যা হয় তো কিছু দিন বন্ধ করুন তাই বলে আজীবনের জন্য না, কেননা বাচ্চাদের হজমশক্তি দিন দিন বাড়ে।